দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।এর মধ্যে দুটি আসনে আওয়ামীলীগ, একটিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে জেলার তিনটি সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪৪.৫৯ শতাংশ ভোট পড়েছে।
ফেনী-১ ( পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া)
আসনের বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।এ আসনের ১৪টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটার ছিল ৩ লাখ ৫৯ হাজার ৩০৬ জন।
তিনি ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে প্রথমবারেই বাজিমাত করেছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল। তিনি পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট।
ফেনী-২ ( সদর)আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। এ আসনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৪৭৭ জন।
তিনি ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে এবার হ্যাট্টিক করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল করিম ফারুক। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৮ ভোট।
ফেনী-৩ ( দাগনভূঞা- সোনাগাজী) আসনে বেসরকারি ফলাফল ফলাফলে জয়ী হয়েছেন জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। এ আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন।
তিনি ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রহিম উল্লাহ। তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। যদিও ভোটগ্রহণের মাঝামাঝি সময় অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন এ সাবেক সাংসদ।