ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। ৬ডিসেম্বর বুধবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুর এর আয়োজনে উপজেলার নয়া রাংটিয়া স্কুল মাঠে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে পুনাকের সহ-সভাপতি সাবরিহা সুলতানা সুপ্রি, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, উপজেলা পঞ্চগ্রাম সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি মাদব চন্দ্র হাজং,উপজেলা হাজং কল্যাণ সমিতির সভাপতি নীল মাদব হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

উক্ত শীত বস্ত্র বিতরণে দুই শত আদিবাসী নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।

এর আগে আদিবাসী শিল্পীদের এক মনোজ্ঞ নৃত্যের আয়োজন করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles