কার্লো আনচেলত্তির কোচিং পদ নিয়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মধ্যে লড়াই ক্রমেই ঘনীভূত হচ্ছে। কিন্তু মৌসুমের শেষ পর্যন্ত এ ব্যপারে কোন মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। এ সময় তিনি বলেন, আমি তোমাদের অন্য একটি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। এই মুহূর্তে আমি ভবিষ্যত নিয়ে কিছু বলতে চাইনা।’
বর্তমান ইউরোপীয়ান মৌসুমের পরেই আনচেলত্তির সাথে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সিবিএফ সভাপাতি এডনাল্ডো রড্রিগুয়েজ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন ৬৪ বছর বয়সী ইতালিয়ান আনচেলত্তিকে দলে নেয়া এখন সময়ের ব্যপার। একমাত্র কোচ হিসেবে ইউরোপের পাঁচটি শীর্ষ লিগের শিরোপা জয়ী আনচেলত্তির ভবিষ্যত নিয়ে রিয়ালও অবশ্য স্পষ্ট করে কিছু বলেনি।
ক্লাবের একটি সূত্র নিশ্চিত করেছে মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ চুক্তি নবায়নের বিষয়টি চিন্তাভাবনা করছেন। এদিকে সিবিএফ সভাপতি জানিয়েছেন আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার দলে আনচেলত্তিকে তারা দেখতে চায়। জানুয়ারির মাঝামাঝিতে আনচেলত্তির সাথে আনুষ্ঠানিক চুক্তি করার ব্যপারে আশাবাদী আনচেলত্তি। মাদ্রিদের চুক্তি অনুযায়ী আরো এক বছরের জন্য তা বাড়ানোর শর্ত রয়েছে।
সিবিএফ জানিয়েছে সভাপতি রড্রিগুয়েজ অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের সাথে আরো এক বছরের চুক্তি বাড়াতে মোটেই আগ্রহী নন। এ ব্যপারে গণমাধ্যমের সাথে রড্রিগুয়েজের সর্বশেষ আলোচনায়ও একই ইঙ্গিত পাওয়া গেছে। যেকোন ভাবেই ব্রাজিল জাতীয় দলের জন্য তারা এখন আনচেলত্তির ব্যপারে আত্মবিশ্বাসী।
মার্চে রড্রিগুয়েজ বলেছিলেন আনচেলত্তির সাথে চুক্তি স্বাক্ষরে আইনি কোন বাঁধা নেই।
আনচেলত্তি অবশ্য বারবারই নিজের ভবিষ্যত প্রসঙ্গে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে চলেছেন, ‘আমি ভবিষ্যত নিয়ে কিছু চিন্তা করছি না। ব্রাজিলিয়ান জাতীয় দল আমার ব্যপারে আগ্রহ দেখিয়েছে, এতে আমি গর্বিত। কিন্তু যতক্ষন রিয়ালের সাথে চুক্তিতে আছি ততদিন পর্যন্ত কিছু বলতে পারবো না। আরো হয়তো ছয়মাস অপেক্ষা করতে হতে পারে। তারপর দেখা যাবে সিদ্ধান্ত কি হয়।’
আনচেলত্তি রিয়াল ছাড়লে সম্ভাব্য কোচের তালিকায় বায়ার লেভারকুজেন ও রিয়ালের সাবেক মিডফিল্ডার জাভি আলনসোর নামই বেশি শোনা যাচ্ছে।