বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে একটি পোষা কুকুরকে হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেছেন কুকুরের মালিক আনিসুর রহমান। আদালতের বিচারক মাহবুব আলম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
কুকুরের মালিক আনিসুর রহমানের অভিযুক্ত আসামীরা হলেন—মো. রাকিব পঞ্চয়েত (৩০), মো. মাওলা পঞ্চায়েত (৪৮), মো. আবু পঞ্চায়েত (৫৫)। অভিযুক্তদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার খাকবুনিয়া গ্রামে।
আনিসুর রহমানেরের আইনজীবী নেপোলিয়ন বলেন, অভিযুক্ত তিনজন আসামি পোষ্য কুকুরকে পিটিয়ে ও লোহার টেঁটা দিয়ে আঘাত করে হত্যা করেন। কুকুরটির পাঁচটি ছানা রয়েছে।
মঙ্গলবার ( ২৮ নভেম্বর) সকালে কুকুর হত্যার অভিযোগে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণিকল্যাণ আইন, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আনিসুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।