নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ পৃষ্টে শাহিন আলম (২৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার শুকাশ ইউনিয়নের মৌগ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিন মৌগ্রাম উত্তর পাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে এবং বামিহাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র।
বিষযটি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কলেজ ছাত্র শাহিন আলম সকালে বাড়ির কাছে বৈদ্যুতিক সেচ পাম্পে পানি সেচের উদ্দেশ্যে যায়। পরে আনুমানিক বেলা সাড়ে ১০ টায় টায় বিদ্যুৎ পৃষ্টে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।