দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলা শাখার সহ-সভাপতি শাহরিয়ার ইকবাল ফেনী ১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় ছাগলনাইয়ায় পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে দলটির নেতা কর্মীরা।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করে।এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোক্তার হোসেন,উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রানা, সাধারণ সম্পাদক জহির উদ্দীন,পৌর জাতীয় যুব সংহতির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাকিল,পৌর জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি দুলাল এবং উপজেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান ও সানা উল্যাহ।
উল্লেখ্য আজ ২৭ নভেম্বর সোমবার বিকেলে বনানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে দলীয় মনোনয়ন ঘোষনা করে দলটির মহাসচিব মজুবুল হক চুন্নু।