কুমিল্লার চান্দিনায় হাঁস বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ চলাকালে মোহাম্মদ হোসেন (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) উপজেলার লক্ষ্মীপুর নতুন বাংলাবাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন উপজেলার জোয়াগ ইউনিয়নের পশ্চিম কৈলাইন গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সপ্তাহে মোহাম্মদ হোসেন বাংলাবাজারে দুটি রাজহাঁস বিক্রি করেন।
এসময় স্থানীয় সবুর নামের এক ব্যক্তি হাঁস বিক্রিতে সহযোগিতা করায় ৫০০ টাকা জোর করে রেখে দেন। এর তিনদিন পর হোসেনের ছেলে বোরহান ওই ব্যক্তিকে বাজারে পেয়ে ৫০০ টাকা ফেরত দিতে বলেন। একপর্যায়ে জনৈক ইদ্রিস মিয়া হাঁসগুলো চুরি করা বলে অভিযোগ তোলেন।
এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।সোমবার দুপুরে লক্ষ্মীপুর নতুন বাংলাবাজারে বোরহানকে দেখে কৈলাইন গ্রামের আমান আলীর ছেলে ইদ্রিস মিয়া, জামালের ছেলে মোক্তার হোসেন ও লক্ষ্মীপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মনির হোসেন মিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধর শুরু করেন।
খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর মধ্যেই হোসেন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সংঘর্ষে নিহতের ছেলে বোরহান (২৮) ও হানিফসহ (৩১) উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে চান্দিনা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।