আইপিএলে অধিনায়কত্ব করবেন গিল

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স ছেড়ে ‘পুরোনো ঠিকানা’ মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে গুজরাটের অধিনায়কত্ব পেয়েছেন ভারতের তারকা ব্যাটার শুভমান গিল।

 

এবার হার্দিক নেই, কে হবেন অধিনায়ক? এই জ্বল্পনা-কল্পনা অবশ্য খুব বেশি এগুতে দেয়নি গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ। হার্দিকের পরিবর্তে শুভমান গিলকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে তারা। ফলে ২০২৪ মৌসুমে গিলের নেতৃত্বে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

অধিনায়কত্ব নিয়ে শুভমান গিল বলেন, ‘গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। এমন একটি দুর্দান্ত দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার উপর আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই। আমাদের দুটি ব্যতিক্রমী মৌসুম ছিল এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলার মাধ্যমে আমি আমাদের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

বিষয়টি নিয়ে গুজরাট টাইটান্সের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি বলেন, ‘শুভমান গিল গত দুই বছরে খেলার সর্বোচ্চ উচ্চতায় নিজের অবস্থান দেখিয়েছেন। আমরা শুধু তাকে ব্যাটার হিসেবেই নয়, ক্রিকেটে একজন নেতা হিসেবেও যোগ্য দেখেছি। মাঠে তার অবদান গুজরাট টাইটানসকে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে সাহায্য করেছে। শুভমানের মতো তরুণ নেতার নেতৃত্বে নতুন যাত্রা শুরু করতে আমরা মুখিয়ে আছি।

 

এর আগে রোববার হার্দিককে গুজরাট থেকে ১৫ কোটি রুপির বিনিময়ে কিনে নেয় মুম্বাই। হার্দিককে দলে ভিড়িয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles