বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

যশােরের বেনাপোলে অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশি মদসহ  আব্দুল বারিক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা।

সোমবার (২৭ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বারিক শার্শা থানার অগ্রভুলট গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ডিবি পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের সেলিম এর বাড়ির বাঁশ বাগানের কাছে মদের একটি বড় চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী সেখানে অবস্থান করছে। এমন ধরনের খবরে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বারিককে গ্রেপ্তার করেন। এসময় পুলিশের কাছে তিনি স্বীকার করেন পাশের বাঁশ বাগানে মদের একটি চালান  লুকিয়ে রেখেছেন। পরে সেখান থেকে ২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করা হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles