নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েক জন আওয়ামী লীগের দলীয় নৌকার নমিনেশন প্রত্যাশী ছিলেন। এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা আবারও নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু নৌকা ও দলকে বিজয়ী করতে চতুর্থবারের মতো দল থেকে এ দায়িত্ব দেওয়া হল।
গতকাল (রবিবার) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ঘোষনার পরপরই সর্বস্তরের হাজারও জনগণ আর দলীয় নেতাকর্মীরা এই নেতাকে দেখার জন্য একে একে আসতে থাকেন এবং ফুল দিয়ে বরণ করে নেন, এতে যোগ দিলেন পরিবারের সদস্যরাও। মুহূর্তের মধ্যেই উৎসবের আমেজে পরিণত হয়েছে আড়াইহাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ।
তিনি এই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আড়াইহাজার বাসিকে মেট্রো রেলে চড়াবেন।