নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দলীয় নৌকার নমিনেশন পেয়েছেন চারজন আর বাদ পড়েছেন ২৬ জন নেতা কর্মী।
যারা নৌকার নমিনেশন পেয়েছেন তারা হলো নারায়ণগঞ্জ -১ উপজেলা বর্তমানে বস্ত্রপাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার উপজেলার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও গণমানুষের অধিকারী ও বর্তমান সংসদ সদস্য চতুর্থ বারের মত নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ সাবেক সংসদ সদস্য বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল কায়সার ও নারায়ণগঞ্জ-৪ চতুর্থবারের মতো আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছে একেএম শামীম ওসমান এমপি।
আর জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনটি বিশেষ বিবেচনায় রয়েছে । এ নিয়ে নারায়ণগঞ্জে উৎসবের আমেজে পরিণত হয়েছে। প্রতিটি এলাকায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন। এর পাশাপাশি নির্বাচন সম্পন্ন করতে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন হেভি ওয়েট প্রার্থীরা।