আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর (রংপুর-৫) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ছোট ভাই মোঃ আনিছুর রহমান আনিস।
গতকাল রোববার দুপুরে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ শাহরিয়ার রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সরকার এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আনিছুর রহমান আনিসের বড় ভাই মোঃ আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার সাবেক সভাপতি মোঃ বাবর আলী, যূগ্ম আহবায়ক আব্দুল হাকিম, যূগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, সদস্য নুরুল ইসলাম নুরুল, মোতালেব হোসেন মেম্বার,ফারাজুল ইসলাম ও ফরিম মিয়াসহ মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।