রোববার ২৬ নভেম্বর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার কমিটির নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পি,পি,এম,বার) এর সাথে সৌজন্যে সাক্ষাৎ
অধ্যাপক ড. আব্দুর রহিম খাঁন (পিপিএম) সাবেক অতি. আইজিপি, বাংলাদেশ পুলিশ, চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ও রবিউল ইসলাম সোহেল মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নির্দেশে, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এবং মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম,বার) সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মুছাদ্দিক আহমেদ, সহ-সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হক লোকমান, সহ সাধারণ সম্পাদক নুর আলম নুরু, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পংকজ, সরকার পৌর কাউন্সিলার ও মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আক্তার প্রমুখ।
এসময় নতুন কমিটির তালিকা ও চেয়ারম্যান এর লেখা তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন, মোরেলগঞ্জ-শরণখোলা বইটি হস্তান্তর করা হয়।