ফেনী সদরের (ফেনী-সোনাগাজী) সড়কের চিন্তার পুল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলো মোঃ ওসমান গনি রুবেল (২৬), আবদুল খালেক শিমুল (২৫), হালিম (৩৭)। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এ বিষয়ে ডিবি এসআই জসিম উদ্দিন জানান, (শনিবার) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছা মাত্র ডিবি পুলিশকে বহনকৃত মাইক্রোবাসটি দেখে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমার সঙ্গে থাকা অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীদের আটক করতে সক্ষম হই। এসময় আটককৃত আসামীদের সাথে থাকা অন্য ডাকাতরা তাদের হাতে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।
ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাস।