টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের অর্থায়নে ভিসিএফ সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিল এর চেক বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলার চাউতলী বনভীট সংলগ্ন গাজীপুর এলাকায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানের আয়েজন করা হয়।
শনিবার (২৫ নভেম্বর ২০২৩) সেন্টার ফর ন্যাচারাল
রিসোর্স ষ্টাডিজ ( সি এন আর এস) এর সহযোগিতায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করে বন্যপ্রাণী ব্যবস্থান ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট; সদর দপ্তর মৌলভীবাজার। সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন এর সভাপতিত্বে উক্ত চেক বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ জাহাঙ্গীর আলম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ; সদর দপ্তর মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, কালাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিব, চাউতলী ভীট কর্মকর্তা আশানুর তুহিন সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক বেক্তিবর্গ ও ভিসিএফ এর সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।