বাগেরহাটে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের আয়োজনে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী এ্যাডভোকেট শ্রী শন্তু নাথ রায়ের সভাপতিত্ত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক নকুল বর্মন, রাম কৃষ্ণ আশ্রমের অদক্ষ শ্রীমৎ স্বামী গুরু সেবা নন্দ, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের কম্পিউটার অপারেটর জয়দেব রায় প্রমুখ।
বক্তারা বলেন, “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষার গুরুত্ব রয়েছে। একটা শিশু যখন কিছুই জানেনা তখন মন্দিরে তাকে প্রয়োজনীয় নৈতিক শিক্ষা প্রদান করা হয়। যার কারণে শিশুরা ভাল গুনের অধিকারি হয়। সেই সাথে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষাও পায় তাদের মাঝে আদর্শ, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উদয় হবে।এ ছাড়া জীবনমান উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতেও ধর্মীয় শিক্ষা কার্যকর ভূমিকা রাখে। এজন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালিয়ে রাখা প্রয়োজন।
দিনব্যাপি কর্মশালায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক, অভিভাবক ও মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।