বনানীর হোটেল সারিনাতে শুক্রবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল এলিট ৯৯ কান্ট্রি ক্লাব এর ধামাকা গেট টুগেদার।
সারা দেশে ৯৯ সালে পাশ করা বন্ধুদের আগমণে বিকাল থেকে বনানীর হোটেল সারিনাতে পবিত্র কুরআন তিলাওয়াতে মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে এলিট ৯৯ কাউন্ট্রি ক্লাব গ্রুপ এডমিনদের পরিচিতি পর্ব হয়। সন্ধ্যায় শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯৯ ব্যাচের বন্ধুদের মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দরভাবে জমে উঠে। গান পরিবেশনা করেন লাকী স্বপন, মিতু, অভি কবির, জেমস খ্যাত আদনান আসিফ। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে বন্ধুরা বুফে ডিনার করে।
এলিট কান্ট্রি ক্লাবের এডমিন প্যানেলের সদস্য যথাক্রমে: চৌধুরী মাহমুদ আলী সানি, শৈবাল ইসলাম রুশো, আশারাত জাহান, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আলিম রহমান, মোঃ গিয়াস উদ্দিন, রেজওয়ানুল কবির রেজা, সাইফুল্লাহ বিন তানভীর সহ প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল হয়।
রাত ১০টার শুরু হয় মনোমুগ্ধকর ডিজে এবং ১১ টায় অনুষ্ঠানের সমাপ্তি। অনুষ্ঠান শেষে প্রত্যেক বন্ধুদেরকে উপহার স্বরুপ একটি করে আকর্ষণীয় মগ উপহার দেয়া হয়।