গত ২৩ নভেম্বর থেকে ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে খুলনা জেলা রোভারের তিন দিনব্যাপী দক্ষতা বেজ কোর্স অনুষ্ঠিত হয়। গত ২৫ নবেম্বর ছিল কোর্সের সমাপনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্স লিডার সিকদার রুহুল আমিন এল টি। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন । বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার সম্পাদক অধ্যাপক মোঃ মাহমুদ হোসেন, ডি আর এস এল মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার তৃপ্তির রানী মন্ডল, এএলটি প্রতিনিধি সুব্রত সাহা , সহকারী অধ্যাপক শাহানা আক্তার প্রমুখ।
কোর্সের তাঁবু জলসা প্রোগ্রামে সভাপতিত্ব করেন কোর্স লিডার সিকদার রুহুল আমিন এলটি । প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ । বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার কমিশনার অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান , মোঃ মাহমুদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম, তৃপ্তি রাণী মন্ডল , সুব্রত সাহা।
সমাপনী দিনে জেলা সম্পাদক মোহাম্মদ মাহমুদ হোসেন এর সভাপতি প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।
জেলা রোভারের ৫২জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। আলহাজ্ব সারোয়ার খান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদ তার কলেজে রোভার বেজ কোর্সের ভেন্যূ নির্ধারণ করায় জেলা রোভারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।