যশোরের বেনাপোলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে
রাজ বাবু নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার বেলা ১১টার সময় বেনাপোল কাগজ পুকুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাজা বাবু কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবু কাগজপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। রাস্তার অপজিট পাশ থেকে সিঙ্গাড়া কিনে রাস্তা পারাপারের সময় বেনাপোল থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স পরিবহন তাকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যাই ৷
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।