কবি রহিমা আক্তার রীমা।
মনের ঘরে আমার চলছে হরতাল অবরোধ
এ হরতাল আমি নিজেই জারি করেছি আমার বিরুদ্ধে।
সম্পর্কের ক্ষেত্রে স্বার্থের দেশে আমি অযোগ্য প্রমাণিত
আদান-প্রদান রক্ষায় কারও কাছে আমি স্থায়ী হতে পারি না
অর্থের মানদণ্ডে কারও ইচ্ছে পূরণ করতে পারিনি বলে
সম্পর্কের উপর বুল্ডুজার চালায় কেউ-কেউ
কারও অন্যায় আবদার পূরণ করতে পারিনি বলে
বোমা মেরে উড়িয়ে দিয়ে গেছে সম্পর্কের অস্থিত্ব।
কেউ আবার পাশে থেকে হকিস্টিকের আঘাতে-
চূর্ণবিচূর্ণ করতে চায় প্রতিনিয়ত আমার আবেগকে
কারও কথার বুলেটে ঝাঁঝড়া হয়েছে অতীত-বর্তমান
আমার ভরণপোষণের ব্যয়ভারে অক্ষম আমি
ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না বলে-
উদ্যোগ নিতে পারি না অনশনের।
দিতে দিতে ভুলে যাই আমি কি পেলাম?
তবুও অপবাদ আমি দিতে ব্যর্থ নাকি!
তখন হয়ে উঠি বড্ড বেশি অভিমানী
সমস্ত অপবাদ জড় হয়ে আমাকে করেছে প্রতিবাদী
তাই আড়ালে সটকে পড়লাম জনসমাগম থেকে
আর নিজের প্রতি নিজে জারি করেছি হরতাল অবরোধ।
এ হরতালে কারও ক্ষতি হবে না
ক্ষতি যা হওয়ার আমারই হোক
কেউ মারা যাবে না
মারা গেলেও কেউ ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করবে না
সংসদে পাঠ করবে না কেউ লাশের প্রতিবাদনামা
লাশের পাশে ফুলের ঢালী সাজিয়ে কেউ শ্রদ্ধা জানাবে না
কিংবা স্মৃতিস্তম্ভ গড়ে উঠবে না ভবিষ্যতের জন্য
দেনাপাওনার গেঁড়াকলে প্রশ্নবিদ্ধ আমি?
তাই এই হরতাল অবরোধে না হয়-
শুধু আমারই মৃত্যু হোক!!