শিশু শিক্ষায় জাগ্রত বেঙ্গল স্টার এ্যাওয়ার্ড পাচ্ছেন মোঃ আবেদ আহমেদ

দেশ বরেণ্য সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, বুদ্ধিজীবি, বীর মুক্তিযোদ্ধা, রক্তদাতা, প্রিন্ট/ ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব, দেশসেরা শিল্পোদ্যোক্তা, ভারতীয় লেখক ও সফল ব্যবসায়ীদের অংশগ্রহণে ৩ হাজার মানুষের উপস্থিতিতে গাজীপুরের নির্ভানা রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাগ্রত মিলন মেলা ২০২৩/২৪

আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) দিনব্যাপী ৬টি পর্বে বিভক্ত এক জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক মহামিলনের আয়োজন করেছে “জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ”

উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা এস পি মাহবুবুর রহমান, বীরউত্তম সহ আরো বহু গুণিজন উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে ৭১ জন বীর মুক্তিযোদ্ধাকে “জাগ্রত বিজয় সন্মাননা 71” ভারত ও বাংলাদেশের ৫০ জন গবেষক-কে “ডক্টরেট 50 নক্ষত্র সম্মাননা” এবং ২১ জন দেশ বরেণ্য সাংবাদিক কে “জাগ্রত একুশে সন্মাননা” প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন ‘জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ” এর চেয়ারম্যান জাগ্রত মহামানব শিহাব রিফাত আলম।

এতে জাগ্রত বেঙ্গল স্টার এ্যাওয়ার্ড”র জন্য মনোনীত হয়েছেন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ আবেদ আহমেদ, পিতা মোঃ হোসেন মিয়ার দ্বিতীয় ছেলে তিনি।ছোট থেকেই প্রতিবাদী ও ন্যায়পরায়ণ, একটু কম কথা বলা ছেলেটি আজ নিজ গ্রাম উপজেলা পেরিয়ে দেশ বিদেশে সকলের প্রিয় এক যুবকের নাম আবেদ আহমেদ। সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ”(এসজিপি) একটি শিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

এসজিপি স্বপ্ন দেখে একটি শিশু বান্ধব বাংলাদেশের।যেখানে সকল শিশু বেড়ে উঠবে সমান সুযোগে,শিশুদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজন পারিবারিক সচেতনতা , সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা। ২০১০ সাল থেকে শিশু অধিকার,শিশু সুরক্ষা, শিক্ষা,স্বাস্থ্য, সর্বোপরি শিশুদের জীনবযাত্রার মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ।

আর এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা মোঃ আবেদ আহমেদ এর হাত ধরেই এগিয়ে চলছে সংগঠনটি, কাজের স্বকৃতি হিসেব ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন কর্তৃক ২০১৭ সালে সুপ্রিমকোর্ট এর বিচারপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম এর হাত থেকে সিলেট বিভাগের শ্রেষ্ট সংগঠক এ্যাওয়ার্ড গ্রহণ করেন।

২০২১ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অঙ্গ সংগঠন বন্ধুপ্রতিদিন শ্রীমঙ্গল উপজেলা কমিটি সমাজ সেবায় বন্ধু এ্যাওয়ার্ড প্রদান করেন। যুব সমাজ কে সামাজিক কাজে উদ্ধোদ্ব করায় বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার হবিগঞ্জ জেলা থেকে সম্মাননা প্রদান করে, শিশু শিক্ষা ও সাহিত্য বিশেষ অবদানের জন্য পাকনেত্র ও আন্তর্জাতিক সাহিত্য পরিষদ থেকে রৌপ্য পদক ২০২২ অর্জন করেন, ভারত সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদ থেকে সমাজ সেবা ও সাংবাদিকতায় মায়ারানী দেবি মেমোরিয়াল ট্রাষ্ট হতে স্বর্ণপদক অর্জন করেন তিনি,এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে,এম খালিদ এমপি র হাত থেকে শিশু শিক্ষায় বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদের সম্মাননা ২০২৩ অর্জন করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464