:চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রশিদ মাষ্টার (৬০) আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার রাত ৩.০০ ঘটিকায় শ্বাস কষ্ট জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। জানাযা নামাজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় তার স্মৃতিগাঁতা ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতি মন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের,সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দাদুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সরকার মোঃ শহীদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারন সম্পাাদক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।