চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে রাউজানের একাধিক মামলার আসামী মোঃ শাহজান শাকিল (৪০) ওরফে ডাকাত শাহাজাইন্যে নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেফতারের পর গত মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরী থেকে রাউজান থানায় হস্তান্তর করে র্যাব-৭ হাটহাজারীর একটি দল। ২২ নভেম্বর বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। ধৃত শাহজান রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বেরুলিয়া এলাকার আবদুল মান্নানের পুত্র। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে রাউজান থানা পুলিশ।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, পূর্বের একটি মামলায় (নং-২২/তাং-৩১/১০/২০২৩ইং) শাহজানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।