আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে এ সংবর্ধনা দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান , বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সংবর্ধনা পাওয়ায় রূপগঞ্জে গাজীর অনুগতরা বেশ উজ্জীবিত। তারা মন্ত্রীর উপর আস্থা রাখছেন।
২০০৮,২০১৪,২০১৮ সালে টানা তিনি বার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন।