গোল্ডেন বয় বেলিংহাম ‘ভিন গ্রহের বাসিন্দা’

 

 

রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামকে ২০২৩ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বয়’ খেতাবে ভুষিত করেছে ক্রীড়া সাংবাদিকরা। অনুর্ধ্ব ২১ বছরের কোন খেলোয়াড় হিসেবে গত এক বর্ষপঞ্জিতে এই পুরস্কার পেয়েছেন তিনি ।

 

এই গ্রীষ্মে চুক্তিতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমিয়েছেন বেলিংহাম। যে পরিমান প্রচারনা তাকে নিয়ে রয়েছে, তার চেয়েও ভালো করছেন তিনি। ইতোমধ্যে লা লিগায় ঝড় তুলেছেন ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকা। লিগে বর্তমানে ১১ ম্যাচে ১০ গোল করা এই তারকা শীর্ষ গোলদাতার আসনে রয়েছেন। এল ক্লাসিকোতেও জোড়া গোল করে দলীয় জয়ে ভুমিকা রেখেছিলেন তিনি।

 

২০ বছর বয়সী বেলিংহাম আসরে ৫টি ম্যাচ জয়ী গোল করেছেন। একমাত্র খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে তার চেয়ে একটি বেশী ম্যাচ জয়ী গোল (৬টি) করেছেন আঁতোয়ান গ্রীজম্যান। এখানেই শেষ নয়, সবচেয়ে বেশী অ্যাওয়ে গোলের তালিকায়ও এগিয়ে রয়েছেন বেলিংহাম। চলতি লিগে এ পর্যন্ত সাতটি গোল করেছেন তিনি।

 

নতুন-প্রবর্তিত ৪-৪-২ ফর্মেশনে দুই ফরোয়ার্ডের পিছনে প্লেমেকিং ভূমিকায় দারুন কার্যকরী বেলিংহাম। সবদা সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকেন তিনি। এ পর্যন্ত রিয়াল মাদ্রিদের শতকরা ৩৫ ভাগ গোল তার দখলে। ইতোমধ্যে দলের গোল মেশিনে পরিণত হয়েছেন এই মিডফিল্ডার।

 

এই মৌসুমে নিজের পারফরমেন্সের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন বেলিংহাম। ২১ বছরের কম বয়সী সেরা পারফরম্যান্সকারী খেলোয়াড় হিসেবে গত মাসের ব্যালন ডি’অর পুরস্কার কোপা ট্রফি ঘরে তুলেছেন তিনি।

 

এই সপ্তাহেই , লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস তার পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন ‘একটি ভিন্ন গ্রহ থেকে এসেছেন তিনি।’ রিয়াল মাদ্রিদের কিংবদন্তী ইকার ক্যাসিয়াস বলেছেন,‘ নতুন দেশে নতুন লিগে মানিয়ে নেওয়া সহজ বিষয় নয়। তবে এখানে তার শুরুটা একেবারেই দুর্দান্ত হয়েছে।’

 

এই নিয়ে লা লিগার সপ্তম খেলোয়াড় হিসেবে এই খেতাবে ভুষিত হয়েছেন ইংলিশ তারকা বেলিংহাম।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles