এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

হবিগঞ্জে সরকারি স্কুলসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পড়াঝার সরকারি প্রথমিক বিদ্যালয় সহ সংযুক্ত বিদ্যুৎতের খুঁটি থেকে ট্রান্সমিটার থেকে ভিতরে থাকা যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনা ঘটছে অহরহ। বিগত কয়েক মাস যাবৎ এ ধরনের চুরির ঘটনা ঘটছে।

এ নিয়ে স্হানীয় কিংবা উপজেলা প্রশাসনের ভূমিকা নিরব। হয়নি কোন গৃহীত ব্যবস্হা। বিগত ৩/৪ মাস পূর্বে উপজেলার পরাঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযুক্ত খুটি থেকে বিদ্যুতের টান্সমিটার কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। বর্তমানে ট্রান্সমিটার বিহীন সরাসরি সংযোগ থেকে বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে।

অপ্রয়োজনীয় যন্ত্রাংশের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় স্কুল থেকে আধা কিলোমিটার দূরে মরাখাল নামক স্থানে। কোনো দক্ষ ইলেকট্রিকের কাজ জানা লোকের দ্বারা এমন চুরি সংগঠিত হতে পারে বলে এলাকাসীর ধারনা।

শুধু বিদ্যালয় নয় উপজেলার লাতুর গাও,দারগাও,পূর্ব ভোলারজুম সহ বিভিন্ন স্থানে কৃষি কাজের জন্য সেচের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি অহরহ ঘটনা ঘটছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img