ফেনীতে যুবদল নেতা মিনার ও স্বপন গ্রেপ্তার

 

 

ফেনীতে যুবদলের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ নভেম্বর) জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

এরা হলেন, ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার ও ফেনী পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ স্বপন।

 

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের নামে নাশকতাসহ বেশ কিয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

 

এদিকে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এক মাস আগে মিনার কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এসেছেন। তারা দুইজনেই জামিনে ছিলেন।

তিনি আরও বলেন, হামলা-মামলা-গ্রেপ্তার যতযাই হোক, সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবেন না।

অপরদিকে এ দুই যুবদল নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়ে সরকার এক তরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলা-মামলা দিয়ে গণহারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপির এক দফা আন্দোলনকে দমাতে পারবেন না তারা।

প্রসঙ্গত, ফেনী জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোন্দকার সহ বেশ কয়েকজন নেতাকর্মীই চলতি মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles