বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির এলিট ক্লাবে যোগ দিলেন হেড

 

ভারতের বিপক্ষে আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা উপহার দিয়েছেন ব্যাটার ট্রাভিস হেড। এনিয়ে সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন হেড।

বাঁ-হাতি এই ওপেনার ১২০ বলে ১৩৭ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন। তার ব্যাটে ভর করে টুর্নামেন্টে আগের ১০ ম্যাচে শতভাগ জয়ী শক্তিশালী ভারতকে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের ফাইনালে হেড তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে শতক উপহার দিলেন। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিং অপরাজিত ১৪০ ও চার বছর আগে এ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান।

বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করা সাত ব্যাটারের তালিকা :

স্কোর ব্যাটার দল প্রতিপক্ষ ভেন্যু বছর

১৪৯ এ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া শ্রীলংকা ব্রিজটাউন ২০০৭

১৪০* রিকি পন্টিং অস্ট্রেলিা ভারত জোহানেসবার্গ ২০০৩

১৩৮* ভিভিয়ান রিচার্ডস ও:ইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৭৯

১৩৭ ট্রেভিস হেড অস্ট্রেলিয়া ভারত আগমেদাবাদ ২০২৩

১০৭* অরবিন্দ ডি সিলভা শ্রীলংকা অস্ট্রেলিয়া লাহোর ১৯৯৬

১০৩* মাহেলা জয়াবর্ধনে শ্রীলংকা ভারত মুম্বাই ২০১১

১০২ ক্লাইভ লয়েড ও:ইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৭৫

একমাত্র জয়বর্ধনের সেঞ্চুরি বিশ্বকাপের ফাইনালে পরাজিত শ্রীলংকার পক্ষে হওয়ায় তা কার্যত কোন কাজে আসেনি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles