গতকাল (১৯ নভেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভূঁইয়াপাড়া এলাকা থেকে যুবদল নেতা নুরুজ্জামান কে প্রেট্রোলের বোতলসহ আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, যুব দল নেতা নুরুজ্জামান এর বিএনপির দলীয় পদ সম্পর্কে। তিনি নাসিক ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সম্প্রতি বিলুপ্ত কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল দক্ষিণ ধনকুন্ডা এলাকায় অবস্থিত।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক শওকত হোসেন জানান, প্রেট্রোল ভর্তি একটি বোতলসহ যুবদল নেতা নুরুজ্জামানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।