রংপুর: ২০১৩ সালে দায়ের করা এক নাশকতা মামলায় রংপুরের বিএনপি ও যুবদলের ৫ নেতাকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক কৃষ্ণকান্ত রায় এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আফতাব হোসেন।
সাজা প্রাপ্তরা হলেন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুবদল কর্মী আরিফ হোসেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৩ সালে ২০ মে তারিখে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যান্তরে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় বিস্ফোরক উদ্ধার করা হয়।
সরকার পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুস ছাত্তার জানান, এই রায়ে আমরা সন্তুষ্ট।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আফতাব হোসেন জানান, আমরা সঠিক বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
উল্লেখ্য এই নাশকতার মামলায় মোট ৭ জন আসামীর মধ্যে ২ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী দুইজন হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামছুল আলম ঝন্টু।