নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন

১৯ নভেম্বর রোজ রবিবার ২০২৩ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। খুব সুন্দর আর পরিপার্টি একটি অনুষ্টান হয়ে গেলে,নারায়গঞ্জের প্রাণকেন্দ্র শহীদ মিনারে পাশে “Green valy rooftop restaurant ”
এক ঝাক উদীয়মান ও প্রতিষ্ঠিত, নারীদের উদ্যোগে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।

এসময় উপস্থিত ছিলেন তামান্না রহমান, তমার
লায়লা, রিপা,কেয়া,সাকিয়া,সুলতানা,
আইভি আবতাব,লুবনা,মিতু মনির,ওয়াহিদা খান,বৃষ্টি
মুসলিমা “আমরা নারী’আমরাও পারি”
এই দিনটিকে সামনে রেখে অল্প পরিসরে পালন করেন নারায়ণগঞ্জের সফল নারী ব্যবসায়ীরা, আন্তর্জাতিক “নারী উদ্যোক্তা দিবস”নারীরা পুরুষদের থেকে কোনদিকে পিছিয়ে নেই।তারা যেমন রাঁধে, ততুপর তারা চুলও বাঁধতে পারে।ঘর সংসার সামলে আজকাল নারীরা পুরুষের পাশাপাশি সমানতালে ব্যবসা করছে।ঘোমটার আড়ালে স্বপ্নকে তারা,চাপা দিয়ে রাখেনি।বরং আগে মানুষ নারীদের অবহেলায় ভাবতো,তারা নারীকে ঘরের চৌকাঠ মাড়িয়েই বিবেকের চশমাপরিয়ে রাখতো।তারা কখনও চায়নি নারীরা বেরিয়ে এসে পুরুষের পাশাপাশি অর্থনীতি সমস্যা সমাধান করুক।কিন্তু এই সময় এসে নারী নিজেরাই উপলব্ধি করতে পারছে,নারী কেবল,পুরুষের ভোগের সামগ্রী নয়।বা বছর বছর সন্তান জন্ম দেওয়ার মেশিন নয়।তারাও পারে,অর্থনীতির হাতকে বলিষ্ঠতা সাধনের উপায় বের করতে।আসলে আমি আজ অবাক হলাম ওদের সব নিজের হাতে তৈরী কেক,জল খাবারের আইটেম গুলো দেখে।কেউ কেউ আবার জামদানী কাপড়ের ব্যাগ সহ কত কিছু তৈরি করে এনেছে।ভীষণ ভালো লাগলো দেখে।আমি সকলের উত্তরোত্তর উন্নতি সাফল্যে কামনা করি। বিশ্বের যা কিছু মহান,

সৃষ্টির চির কল্যানকর, অর্ধেক তার গড়ুয়াছে নারী,
অর্ধেক তার নর,,,,তোমরা এগিয়ে যাও সময়ে হাত দরে।মহান আল্লাহ পাক তোমাদের সহায় হোক।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464