বাগেরহাটের মোরেলগঞ্জে হরতালের সমর্থনে মিছিলকারিদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের ৩ নেতা আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ৭ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় হরতালকারিদের মিছিলে বাঁধা দিলে হামলার শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আহতরা হচ্ছেন খাউলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন মন্টু(৫৫), আওয়ামী লীগ কর্মী ইজিবাইক চালক মহারাজ জোমাদ্দার(৪৫) ও যুবলীগ নেতা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহিম(৪২)।
আটককৃতরা হচ্ছেন বিএনপি নেতা গুলিশাখালী গ্রামের সওকত মৃধা, খাউলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ও জামায়াত কর্মী পিসি বারইখালী গ্রামের ফজলুল আলম হাওলাদার।
আহত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মন্টু বলেন, বিএনপি-জামায়াতের কিছু লোক সকালে হরতালের সমর্থনে মিছিল করে। ঐ সময় আমরা হরতালের বিপক্ষে অবস্থান নিলে তারা আমাদের ওপর হামলা করে। পরে ওই দুষ্কৃতকারীরা ২ মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো সাইদুর রহমান বলেন,
ঘটনার পর থেকে পল্লীমঙ্গল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ##