নাটোরের সিংড়ায় কৃষকের এক গাভীর একসাথে দুইটি বাছুর জন্ম হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) ভোর বেলায় উপজেলার জোড়মল্লিকা গ্রামের কৃষক আব্দুর রবের ফ্রিজিয়ান জাতের একটি গাভী দুইটি বাছুর জন্ম দেয়। জন্মের পর থেকেই জমজ বাছুর দুটি দেখতে উৎসুক জনতা কৃষক আব্দুর রবের বাড়িতে ভীড় করছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম জানান, সিংড়াতে এর আগেও একটি গাভীর দুটি বাছুর হয়েছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাভীর যেন দুধের স্বল্পতা না হয়। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর দুটি যেন ঠিকমতো দুধ পায়। আমরা পরিদর্শনে যাবো এবং প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে সহযোহিতা করবো।