:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টায়ার-পেট্রোলের বোতলসহ মোহাম্মদ সোহেব হাওলাদার নামের এক ছাত্রদলের নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোদনাইল শান্তিনগর ক্যানাল পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদ সোহেব হাওলাদার নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইল পাড়া এলাকায় বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
জানা গেছে, রাতে ক্যানাল পাড় এলাকায় একটি ইজিবাইকের গ্যারেজ থেকে সোহেবকে আটক করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তার কাছ থেকে পেট্রোল ভর্তি একটি বোতল ও পুরাতন টায়ার জব্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা তামীম সাংবাদিকদেরকে জানান সোহেবকে আটকের পর পেট্রোলের বোতলের কথা জিজ্ঞেস করলে তিনি জানান আজকের হরতালের সময় এগুলো ব্যবহার করবেন। বিগত দিনগুলোতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে সক্রিয়ভাবে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে নিজে উপস্থিত ছিলেন সোহেব। পরবর্তীকালে তিনি আমাদের কাছে এগুলো স্বীকারও করেছেন। তার বিভিন্ন কার্যক্রমের ভিডিও আমাদের হাতে এসেছে। পরে আমরা পুলিশের হাতে তাকে তুলে দিই।’
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আজকে রবিবার তিনি হরতালের নামে পেট্রোল দিয়ে নাশকতা করার জন্য পেট্রোল নিয়েছিলেন তাই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।