নুশরাতের চোখের আড়ালে পানিতে পড়ে ইশরাতের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইশরাত(২)নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইশরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।

ইশরাতের মা সুমাইয়া জানান, মেয়েকে কোলে নিয়ে বাড়ি ভিতরে থাকা হাঁসগুলো পাশে অবস্থিত পুকুরে তেড়ে রেখে আসে এবং ইসরাতকে তার বোন নুশরাত (৪) কাছে খেলতে রেখে রান্নার কাজে ব্যাস্ত হয়ে পড়েন,কিছুক্ষণ পর মা শুধু নুশরাতকে দেখতে পায় না। নুশরাত ও খেলার ছলে তার ছোট বোন ইশরাতকে হারিয়ে ফেলে। কখন বাড়ির পাশের সেই পুকুরে ডুবে যায় কেউ জানেনা। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একজন হেটে আসার সময় পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেয়।

পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,একটা অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে,কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles