প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাধ জানাতে এসে তৃপ্তির হাসির দুনয়ন থেকে অশ্রæ ছেড়ে দিয়ে সফল ভাতা ভোগী সুবিধাভোগী কুলসুম বেগম (৯০) বৃদ্ধা বললেন, তিনিতো মমতাময়ী মা সন্তানের ব্যথা তো সেই বোঝেন। আবারও যেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয় দোয়া করি আল্লাহর নিকট।
বুধবার বিকেল ৫ টায় বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মোমোরিয়াল কলেজ মাঠে উপজেলা পরিষদের আয়োজনে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় সুবিধাভোগী নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এ কথাগুলো বললেন সফল সুবিধাভোগী অনেকেই নূরুজাহান বেগম (৮০), মর্জিনা বেগম (৭৫), আয়সা বেগম (৬৫), আব্দুল মান্নান শেখ (৭৫), সুলতান মুন্সী (৮০) ও ইসাহাক হাওলাদার (১০৩)। এরা প্রত্যকেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীর আওতায়। বৃদ্ধ বয়সে সংসারের নিজ নিজ সন্তানেরা অভাবের তাড়নায় পিতা মাতার খোঁজ খবর না নিলেও সরকারের দেওয়া এ ভাতা পেয়ে প্রাপ্ত সুবিধাভোগীরা খুশি। তারা মনের আনন্দে প্রধানমন্ত্রীর জন্য দু’ হাত তুলে দোয়া করে তার দীর্ঘায়ু কামনা করেন। আয়োজিত অনুষ্ঠানে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, মো. সাইদুর রহমান, মো. হুমায়ুন কবির মোল্লা ও কাউন্সিলর মো. শাহিন শেখ। মোরেলগঞ্জে প্রায় ৯০ হাজার পরিবার ৪১ প্রকারের সরকারি সামাজিক নিরাপত্তার আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন। ##
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।