এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

তফসিল ঘোষণার পর পরই বরগুনায় আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করেন নেতা কর্মীরা ।

তফসিল ঘোষণার পর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে এসে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন তারা। সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, বরগুনা পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা যুব লীগের সভাপতি রেজাউল করিম এ্যাটমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চান তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না, আওয়ামী লীগ সরকারের অধীনেই শান্তিপূর্ণ নির্বাচন হবে।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img