রাউজানের পশ্চিম গুজরায় শ্যামা পূজা উদযাপন

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে বানেশ্বর মহাজন বাড়ীতে সার্বজনীন শ্রী শ্রী শ্মশানকালী মাতৃমন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজনে শ্যামা পূজা উদযাপন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল অলোক দেবনাথের পরিবেশনায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সন্ধ্যা আরতি, শ্যামা মায়ের পূজা, মায়ের মঙ্গলারতি, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবান শ্রী কৃঞ্চের দামোদর প্রদীপ দান উৎসব,গৌরিয় ভজন সুধা, হরিনাম সংকীর্তণ, মহা প্রসাদ আস্বাদন।

১৩ নভেম্বর পূজার অনুষ্ঠানে শ্মশানকালী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্যামল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা শ্রী শ্রী জগদ্বাত্রী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশুতোষ মহাজন।

সংগঠক কানু রাম দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অংশুমান বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, সংগঠক প্রদীপ বড়ুয়া, মোঃ ইলিয়াছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্মশানকালী মাতৃমন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দোদুল দাশ (রবি)।

বক্তব্য রাখেন রাসেল দাশ, সত্যরঞ্জন দাশ, প্রদীপ মহাজন, অনিল মহাজন, ধনা মহাজন, রাজন দাশ, প্রণব দাশ, লিটন দাশ, ছোটন দাশ, ডাঃ বিজয় দে, ডাঃ সুকুমার দে, বাপ্পী রাম দাশ, কাজল দাশ, মৃদুল কান্তি দাশ, প্রদীপ দাশ, কালীপদ দাশ, সুকুমার দাশ, সুজন দাশ, সিমো দাশ, কানাই দাশ, উজ্জ্বল দাশ, সজল দাশ, অন্বয় দাশ, সাজু দাশ, পিন্টু দাশ, তরুণ দাশ, সুত্তম দাশ,মিতু দাশ প্রমুখ।

দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাতনী সম্প্রদায়ের পূজার্থীরা অংশ নেন। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles