বাঘাইছড়িতে চার সংগঠনের উদ্যোগে কৃষকের ধানকাটায় সহযোগিতা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে কৃষকের জমিতে ধানকাটায় সহযোগিতা প্রদান করেছেন ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেতা-কর্মীরা।

আজ বুধবার (১৫ নভেম্বর ২০২৩) ইউপিডিএফ’র বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমার নেতৃত্বে চার সংগঠনের ২৫ জন নেতা-কর্মী স্থানীয় কৃষকের জমিতে ধানকাটার কাজে সহযোগিতা প্রদান করেন। এতে পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি কিরন চাকম, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বিরো চাকমা ও সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সহ সভাপতি রুপসী চাকমা রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা উপস্থিত ছিলেন।

ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, আমাদের পার্টি ইউপিডিএফ গঠনলগ্ন থেকে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। জনগণই ইউপিডিএফের মূল শক্তি। তাই পার্টি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে যথাসাধ্য সহযোগিতা দেয়ার চেষ্টা করছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধ, পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি, শিক্ষা, ধর্মীয় ইত্যাদি বিষয়েও ইউপিডিএফ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ইউপিডিএফ হচ্ছে জনগণেরই পার্টি। তাই জনগণ ও পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গড়ার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে আন্দোলন বেগবান করা ও সমাজে একটা পরিবর্তন আনা সম্ভব বলে পার্টি বিশ্বাস করে। এ লক্ষ্যেই ইউপিডিএফ জনগণকে সাথে নিয়েই পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles