ফেনীতে যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের পাহারায় বিএনপি কার্যালয়

 

ফেনী শহরের ইসলামপুর রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পৌর যুবলীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগ।

 

দেশব্যাপী বিএনপি ও সমমনা দলের চলমান সরকার পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে অবরোধ নাশকতা ঠেকাতে এই অবস্থান নিয়েছে যুবলীগ ও স্বেচ্ছাবলীগ। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর ) রাত থেকে ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর নেতৃত্বে তারা সেখানে অবস্থান নেয়।

 

এবিষয়ে ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, নিজেদের জীবন বাজি রেখে হলেও নাশকতাকারীদের রুখে দিতে পৌর যুবলীগ পৌর সেচ্ছাসেবক এমপি নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে মাঠে কাজ করে যাবে। তিনি আরো বলেন বিএনপি একটি সন্ত্রাসী দল তারা আগুন সন্ত্রাসী। ২০১৪ ও ২০১৮ সালের মতো তারা আবারও সারাদেশে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারতে চায়।

 

এদিকে গতকাল রাত বারোটার দিকে ফেনীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণ মামলায় পুলিশ আটক করেছে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে। আটকের সত্যতা নিশ্চিত করেছে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী।

 

বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অবস্থানের বিষয়টি সম্পর্কে জানতে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের ব্যবহৃত মুঠোফোনের নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব না হওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles