বিগত পাঁচ বছরে কোন অগ্নি সন্ত্রাস মাঠে নামেননি,নামার চেষ্টাও করবেন না,আমরা চাই আপনারা নির্বাচনে আসুন,নির্বাচন করবেন নির্বাচন কমিশন,আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন ফেয়ার হবে,শান্তিপূর্ন হবে,অথচ আপনারা নির্বাচনে আসতে ভয় পান, কারন আপনাদের ভোট নেই, নির্বাচনে এসেই আপনাদের প্রমাণ করতে হবে,এই সরকার ভোট কারচুপি করেছে, অন্যথায় নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র আমরা কিন্তু বরদাস্ত করবো না।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগাতিপাড়ায় ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সাইলকোনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা এমনি বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এছাড়াও তিনি তার আসনের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে আরো জানান, লালপুর বাগাতিপাড়ার সকল ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ পাকা ঘর প্রদান করেছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছেন। বর্তমান সরকারের সময়ে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে চিকিৎসা সহয়তার জন্য ৯ জন ব্যাক্তির মাঝে ৫০ হাজার করে মোট সাড়ে ৪ লক্ষ টাকার চেক ও প্রতিবন্ধীদের জন্য ৩টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ,দীপক কুমার কুন্ডু,জেলা আওয়ামীলীগের সদস্য বেলাল উদ্দিন,বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক খালেকুজ্জামান শেখ,রাকিবুল ইসলাম,ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।