বিএনপির ডাকা অবরোধের সমর্থনে নাটোরের সিংড়ায় মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টায় গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নির্দেশনায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া-চয়েন মোড় এলাকায় এ মশাল মিছিল করে বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, শিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান, ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিব, বাদশা আহমেদ প্রমুখ।