ইনজুরিতে পড়ে ইউরো বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন ইতালির লোকেতেল্লি

 

ইনজুরির কারণে ইউরো ২০২৪ বাছাইপর্বে উত্তর মেসেডোনিয়া ও ইউক্রেনের বিপক্ষে শেষ দুই ম্যাচে ইতালি দল থেকে ছিটকে গেছেন ম্যানুয়েল লোকেতেল্লি। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি।

 

তিনি সাংবাদিকদের বলেন,‘লোকেতেল্লি চলে গেছেন।’ তবে কোন ধরনের ইনজুরির কারণে জুভেন্টাস মিডফিল্ডারকে আজ্জুরিদের প্রশিক্ষন ক্যাম্প ত্যাগে বাধ্য করেছে সেটি পরিস্কার করেননি ইতালীয় কোচ।

 

এসি মিলানের অধিনায়ক ডেভিড ক্যালাব্রিয়া, নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট এবং আটালান্টা ডিফেন্ডার রাফায়েল টোলোইর সাথে চিকিৎসার টেবিলে যোগ দিলেন লোকেতেল্লি। ২৯ জন খেলোয়াড়ের মধ্যে ওই তিনজনকে বাইরে রেখেইে ২৫ জনকে গ্রæপ সি-র চুড়ান্ত ম্যাচের স্কোয়াডের জন্য ডেকেছিলেন স্পালেত্তি। সোমবার দিনের শেষভাগে ল্যাৎসিওর ডিফেন্ডার ম্যানুয়েল রাজ্জারিকে ডেকে পাঠান তিনি।

 

বর্তমানে গ্রুপে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইতালি।গ্রুপ সি-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। তবে ইতালির চেয়ে এক ম্যাচ বেশী খেলেছে স্বয়ংক্রিয়ভাবে বাছাইয়ের আসনে থাকা ইউক্রেন।

 

আগামী সোমবার রোমে উত্তর মেসেডোনিয়াকে আতিথেয়তা দিবে ইতালি।মেসেডোনিয়া কাছে প্লে অফে হেরেই গত বিশ্বকাপের চুড়ান্ত আসরে খেলতে পারেনি আজ্জুরিরা। পরের সোমবার লেভারকুজেনে উইক্রেনের বিপক্ষে লড়বে ইতালি।

 

ওই দুই ম্যাচ থেকে চার পয়েন্ট সংগ্রহ করতে পারলেই আগামী গ্রীষ্মে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোতে শিরোপা রক্ষার মিশনে নামার নিশ্চয়তা পাবে বর্তমান চ্যাম্পিয়নরা। সম্প্রতি জুভেন্টাসের সঙ্গে দীর্ঘমেয়াদি এক চুক্তিতে স্বাক্ষর করেছেন লোকেতেল্লি। এর ফলে ২০২৮ সাল পর্যন্ত সিরি এ লিগের ওই ক্লাবেই কাটাবেন তিনি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles