এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

শ্রীমঙ্গলে সুবিধাপ্রাপ্ত উপকার ভোগীদের মাঝে উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গলে সুবিধাপ্রাপ্ত উপকার ভোগীদের মাঝে সরকারি সেবা এবং উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর ২০২৩) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চিফ হুইপ’ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুদু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতলিব সহ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন সুবিধা ভোগী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে চাল, নগদ অর্থ, বিভিন্ন ভাতা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, উদ্যোক্তাদের মাঝে অর্থের চেক, মুরগি ও মুরগির ঘর নির্মাণ সামগ্রী এবং শিক্ষা উপকরণসহ নানাবিধ সরকারি উপকরণ বিতরণ করেন।

,

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img