খাগড়াছড়ি গুইমারার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার বিকেলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী কন কনে শীতে কষ্ট করছে কোমলমতি শতাধিক শিশু এমন খবর শুনেই নিজ উদ্যোগে শীত বস্ত্র কম্বল নিয়ে মাদ্রাসায় হাজির হন তিঁনি।
পরে অতি-দরিদ্রদের জন্য ইউজিপিপি কর্মসূচির কাজ পরিদর্শন করেন তিনি। এর আগে উপজেলার বিভিন্ন মাদ্রাসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা করেন রাজীব চৌধুরী।
এসময় গুইমারা সদর ইউপি সদস্য দিদারুল আলম,মাদ্রাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা,সমাজ সর্দার আব্দুল মালেক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা বলেন,সকাল বেলায় ছোট ছোট ছেলে মেয়েরা মাদ্রাসার ফ্লোরে পড়া লেখা করে। শীতে কষ্ট পায় বিষয়টি কোন মাধ্যমে শুনেছেন ইউএনও আজ বিকাল বেলায় তিঁনি নিজের গাড়িতে করে কম্বল নিয়ে আসেন মাদ্রাসায়। এমন মানবিক অফিসার পাওয়া বর্তমান সময়ে অনেক ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ তার পরিবার সহ সকলকে নেক হায়াত দান করুন।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন,শিশুরা শীতের কারনে সকাল বেলায় লেখা পড়ায় অসুবিধে হয় বিষয়টা জেনে এমন উদ্যোগ নিয়েছি।সার্বক্ষণিক মানুষের সেবা করার ব্রত নিয়ে গুইমারা উপজেলায় দায়িত্ব পালন করছি। সকলের সহযোগিতা পেলে গুইমারা উপজেলাকে আদর্শ ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিঁনি।