মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জেলার শেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর ২০২৩) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভায়, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অভিন্ন মানদন্ডে অক্টোবর- ২০২৩ ইং মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।