আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের করণীয় সংক্রান্ত্র মতবিনিময় ও কর্মশালা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টায় নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে সরকারী খাদ্য গুদাম চত্বরে এ কর্মশালা ও মতবিনিময় করেন তিনি।
সিংড়াউপজেলাধীনপ্রাথমিক,মাধ্যমিক,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার দুইশত শিক্ষক ও শিক্ষিকা এ কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য চাই স্মার্ট নাগরিক। স্মার্ট শিক্ষকরাই হবে আগামী দিনের স্মার্ট নাগরিক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন বৃদ্ধি করে শিক্ষকদের সন্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর উন্নযন ও সুশাসনের পাশাপাশি শিক্ষার যে উন্নয়ন হয়েছে বিগত দিনে কোন সরকার তা করে নাই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারও নৌকাকে ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট শিক্ষা ব্যবস্থা গঠন করার সুযোগ দিবেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সস্পাদক ও পৌর মেযর আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, ইটালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম আরিফ, শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লৎফুল হাবিব রুবেল, অ্যধক্ষ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।