বিএনপি ও জামায়াতের চতুর্থ দফার ডাকা অবরোধে শহর জুড়ে পাহাড়া দিচ্ছে নগর আওয়ামী লীগ। সরজমিনে বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, সকাল থেকেই অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শহরের ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছেন তারা।
সোমবার (১৩ নভেম্বর) চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিনে এ চিত্র দেখা গেছে।
হালিশহর থানা আওয়ামীলীগ আয়োজনে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ মহিউদ্দিন বাচ্চু এমপি,
আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগ, যুবলীগ এর সিনিয়র নেতৃবৃন্দরা।
সাংসদ মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপি-জামায়াত হত্যা,
অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। আগের মতো ফের জ্বালাও-পোড়াও শুরু করেছে।
জ্বালাও-পোড়াও ও স্বাধীনতা বিরোধী রাজনীতি জনগণ প্রত্যাহার করেছে।
বাংলার মানুষ হরতাল আর জ্বালাও-পোড়াও চায় না, আগামী দিনেও আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা সবাই আগুন সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়বো ইনশাল্লাহ।