স্বাধীনতার বিরোধী অশুভ শক্তি বিএনপি- জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ষড়যন্ত্রমুলক আপরাজনীতির হরতাল ও অবৈধ অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সোমবার বেলা ১২টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, জয়নাল আবেদীন, এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, জিন্নাত হোসেন লাভলু, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মততাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নওশাদ রশীদ, সদস্য গোলাম রাব্বানী বিপ্লব, নবীউল্লাহ পান্না, সফিকুল ইসলাম রাহেল, মোয়াজ্জেম হোসেন লাভলু, কাওসার রাশেদ খান শরীফ, সাইফুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহাবুর নাসির টুটুল, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর স্বোচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মততাজ বেগম, সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি- জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ষড়যন্ত্রমুলক আপরাজনীতির হরতাল ও অবৈধ অবরোধ কর্মসূচীর প্রতিবাদে আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করবে।
আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে দেশ বিরোধী যেকোন কর্মসূচির প্রতিরোধ গড়ে তোলা হবে।