নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে একটি দাড়নো পার্কিং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নাফ পরিবহনের দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম।আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুইটি ইউনিট কাজ করেছে আমাদের। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তবে গতকাল রাত ১ টায় সানারপাড় এলাকায় আরেকি যাত্রী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১৬ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। এর ৫/৬ আগে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার সাইনবোর্ডে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে পুলিশ কাউকে গ্রেফতার বা সনাক্ত করতে পারিনি। এবং এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করেনি বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ।